নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ৷সদরের এসডি পিওর নেতৃত্বে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এবং পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে বলে জানা গছে৷ বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা বিলেতি মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে মহারাজগঞ্জ বাজারে ব্যাপক হারে বেআইনিভাবে বিলিতি মদ বিক্রি করা হচ্ছে৷
সেই খবরের ভিত্তিতে পুলিশ এসডি পিওর নেতৃত্বে হানা দিয়ে সাফল্য পেয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য কিছুদিন পরপরই মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে পুলিশ বিলিতি মদ সহ নানা নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হচ্ছে৷রাজধানীর অন্যতম প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে এ ধরনের নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এসব বিষয়ে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷বিশেষ করে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এ ধরনের নেশা সামগ্রী তোমার হলে করোনা ভাইরাস সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে৷