BRAKING NEWS

মন কি বাতে সেপ্টেম্বরকে পুষ্টি মাস হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি. স.): সেপ্টেম্বরকে পুষ্টি মাস হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের শিশু এবং পড়ুয়াদের থেকে সেরাটা পেতে গেলে তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়াটা একান্ত জরুরী। সেই কারণে গোটা সেপ্টেম্বর জুড়ে চলবে পুষ্টি মাস। মাই গভ পোর্টালের তরফ থেকে আয়োজন করা হবে খাদ্য এবং পুষ্টি সংক্রান্ত প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা। এমনকি একটা মিম এর প্রতিযোগিতা হবে।সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত।পুষ্টি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন।খাদ্যগুণ এবং পুষ্টির সঙ্গে সরাসরি মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তার সম্পর্ক রয়েছে।স্কুলগুলির ক্লাসগুলিতে মনিটর রাখার পাশাপাশি পুষ্টি মনিটর রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ সচেতনতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া দরকার। প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাদ্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, গর্ভাবস্থায় ভ্রূণ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেলে মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। ভ্রূণের পুষ্টির সরবরাহের জন্য প্রসূতি মায়েদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার। পুষ্টিকর খাবার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনগণের অংশগ্রহণ একান্ত ভাবে প্রয়োজন। এতে করে সচেতনতা বৃদ্ধি পাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *