BRAKING NEWS

প্রয়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান সেনাবাহিনীর যৌনদাসী

টোকিও, ৩০ আগস্ট (হি. স.) :  প্রয়াত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপান সেনাবাহিনীর যৌনদাসী লি মাক ডেল।। স্থানীয় সময় শনিবার ৯৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।  

জাপানের সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী,  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সেনাবাহিনী দেশের সরকারের কাছে প্রতি ৭০ জন জওয়ানের জন্য এক জন করে যৌনদাসী চেয়েছিল। আর বিশ্বের সেরা শক্তিশালী দেশ হওয়ার স্বপ্নে মগ্ন জাপানের শাসকরা সেনাবাহিনীকে তুষ্ট রাখতে কোরিয়া (তখনও উত্তর ও দক্ষিণ কোরিয়া আলাদা হয়নি), তাইওয়ান, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও জাপান থেকে অন্তত ২ লক্ষ তরুণী ও যুবতীকে জোর করে যৌনদাসী বানিয়েছিল। বিভিন্ন জায়গায়  গড়ে তোলা হয়েছিল যৌনপল্লী। ওই যৌনদাসী ব্যবস্থার জন্য ১৯৯৩ সালে তদানীন্তন জাপান সরকারের মুখপাত্র তথা সেই সময়ের প্রধান ক্যাবিনেট সচিব ইয়োহেই কোনো প্রকাশ্যেই ক্ষমা চেয়েছিলেন। 

১৯২৩ সালে অধুনা দক্ষিণ কোরিয়ার গিয়োয়েসাঙ্গ প্রদেশের হাডংয়ে জন্মগ্রহণ করেছিলেন লি মাক ডেল। ১৯৪০ সালে তাইওয়ানে জাপান সেনাবাহিনীর জন্য গড়ে তোলা যৌনদাসীদের পল্লীতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় পাঁচ বছরের মতো ওই যৌনপল্লীতে নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া জাপানের হাত থেকে স্বাধীন হওয়ার পরে বুসানেই বসবাস করছিলেন ডেল। ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রশাসনের কাছে নিজেকে যৌনদাসী হিসেবে নথিভুক্ত করান। বেশ কয়েকবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বহু তরুণী ও যুবতীকে জোর করে যৌনদাসী বানানোর বিরুদ্ধে রাজপথেও নেমেছিলেন তিনি। রবিবার গোপনীয়তার সঙ্গেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *