ভোপাল, ৩০ আগস্ট (হি. স.): মধ্য প্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার নিজের টুইট বার্তায় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “আজ সকালে (রবিবার) প্রধানমন্ত্রীকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবগত করানো হয়েছে। তিনি আমাদের পাশেই রয়েছেন। সারারাত ধরে উদ্ধারকাজ চালিয়ে আমরা সাফল্য পেয়েছি। সেহরি জেলায় বন্যায় আটকে পড়া নারেলা গ্রামের পাঁচজনকে রাত আড়াইটে নাগাদ উদ্ধার করা হয়েছে। বালাঘাট জেলায় যে তিনজন আটকে পড়েছিল তাদেরকে এয়ারলিফট করা হয়েছে। ” মধ্যপ্রদেশের বন্যা পরিস্থিতির ভয়াবহতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, ” মধ্যপ্রদেশের নয়টি জেলার ৩৯৪ টি গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। চিন্ডওয়ারায় যে পাঁচজন আটকে ছিল তাদেরকে এয়ারলিফট করে উদ্ধার করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা তরফ থেকে উদ্ধার কাজের জন্য বাড়তি হেলিকপ্টার চাওয়া হয়েছে।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঐক্যবদ্ধভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। বাঁধগুলির থেকে জল ছাড়ার প্রক্রিয়া নিয়ন্ত্রিত করা হয়েছে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামবাসীদের উচিত স্থানীয় প্রশাসনের কথা মেনে গ্রাম ছেড়ে ত্রাণশিবিরে গিয়ে আশ্রয় নেওয়া। ” এদিন পরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী দপ্তরের উচ্চপদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেখানে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।