মুম্বাই, ৩০ আগস্ট (হি. স.) : করোনা আক্রান্ত হয়েছিলেন জেনেলিয়া দেশমুখ। তবে আপতত তিনি সম্পূর্ন সুস্থ । ইনস্টাগ্রাম পোস্ট করে এমনটাই জানিয়েছেন জেনেলিয়া। শনিবার তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে করোনার কোনও উপসর্গ ছিলো না জেনেলিয়ার।
নিজের ইনস্টার দেওয়ালে অভিনেত্রী জানিয়েছেন ২১ দিন আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে যেতে বাধ্য হন তিনি । একাকীত্বের ভয়াবহতার অভিজ্ঞতাই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন জেনেলিয়া । ‘ কোনও গ্যাজেট , ইন্টারনেট, ডিজিটাল দুনিয়া বা কোনো বিকল্পই কোনোদিন মানুষের একাকীত্বের যন্ত্রনাকে ভুলিয়ে দিতে পারেনা ‘ । আপাতত নিজের পরিবার-পরিজন , স্বামী রীতেশ ও দুই সন্তান রাহিল এবং রিহানের সাথে একাত্ম্য হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিনেত্রী । উপসর্গ থাকুক বা না থাকুক টেস্ট করানো , সুস্থ থাকা এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই এই রোগের সাথে লড়াইয়ের মূল অস্ত্র বলে মনে করেন জেনেলিয়া ।