নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি. স.): ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। অতিমারীর মোকাবিলায় দেশব্যাপী আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের চতুর্থ দফা ‘আনলক ৪’ ঘোষণায় বেশ কিছু ছাড়ের পাশাপাশি এখনও কিছু বিষয়ে কড়াকড়ি বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রত্যাশা মতো চতুর্থ পর্যায়ের আনলকে দেশজুড়ে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিল কেন্দ্র। তবে শর্তসাপেক্ষে পরিষেবা শুরু করতে হবে। প্রকাশিত বিবৃতি অনুযায়ী, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, নাট্যমঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া যে কোনও আন্তর্জাতিক বিমানযাত্রার উপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে।
৩১ আগস্ট শেষ হচ্ছে আনলক ৩। শনিবার সন্ধ্যায় আনলক ৪-এর গাইডলাইন প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার সন্ধ্যায় আনলক ৪-এর নির্দেশিকা-সহ দেশের সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অভয় ভাল্লা। চিঠিতে তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশে ধাপে ধাপে মেট্রো পরিষেবা সচলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং রেল মন্ত্রক। মেট্রোর পরিষেবা সংক্রান্ত যাবতীয় নিয়ম নিয়ে একটি বিস্তারিত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) জারি করবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক।
স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আনলক ৪ পর্বেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। সেখানে পড়ুয়াদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে পড়াশোনা চালু রাখতে পড়ুয়াদের সুবিধার্থে অনলাইন শিক্ষা প্রক্রিয়া সচল রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এ ছাড়া কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছে। সেই সঙ্গে, আনলক ৪ পর্বেও দেশজুড়ে অতিমারী রোধের উদ্দেশে আগের মতোই বহাল থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব পালন বিধি।
১ সেপ্টেম্বর থেকে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং খেলাধুলোর অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ জন জমায়েত করতে পারবেন। ২১ সেপ্টেম্বর থেকে খোলা মঞ্চে নাটকেও বিধিনিষেধ থাকবে না। আনলক ৪-এ প্রকাশ্যে মদ, গুটখা ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে এই পর্বেও সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক ও থিয়েটার খুলছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া আন্তর্জাতিক উড়ানও বন্ধ থাকছে।
২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে বেশকিছু নিয়ম শিথিল হবে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন। অনলাইন ক্লাস এবং টেলিকাউন্সিলের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ৫০ শতাংশ স্কুলে যেতে পারবেন। কনটেইনমেন্ট জোনের বাইরে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারাও স্কুলে যেতে পারবে। তবে তা বাধ্যতামূলক নয়। যারা চাইবে শুধুমাত্র তারাই স্কুলে যেতে পারবে। এজন্য অভিভাবকদের লিখিত অনুমতি প্রয়োজন। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করা যাবে। গবেষকরাও প্রয়োজন মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এ জন্য গাইডলাইন ঘোষণা করবে।