ওয়াশিংটন, ২৮ আগস্ট (হি.স.): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথায়, বিশ্বাসঘাতকতা ও বিভ্রান্তির দীর্ঘ ইতিহাস রয়েছে বাইডেনের। সে ক্ষমতায় এলে আমেরিকা ধবংস হয়ে যাবে। ক্ষুণ্ণ হবে আমেরিকার মহত্ব। ভেঙে চুরমার হয়ে যাবে আমেরিকার যাবতীয় স্বপ্ন।
দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসার জন্য তাঁর দলের নমিনেশন বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে বাইডেনকে তীব্র আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন মোটেই আমেরিকার আত্মার রক্ষাকর্তা নন। উনি ক্ষমতায় এলে মার্কিন নাগরিকদের জীবিকা ও উপার্জন বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। উনি প্রেসিডেন্ট হলে আমেরিকার মহত্ব দারুণ ভাবে ক্ষুণ্ণ হবে। ভেঙে চুরমার হয়ে যাবে আমেরিকার যাবতীয় স্বপ্ন। আমেরিকার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারা যাবে কি না তা এই নির্বাচনেই চূড়ান্ত হয়ে যাবে।’