করোনার স্বাস্থ্যবিধি অমান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সিপিএমের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ

আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ করোনা-প্রকোপের মধ্যে সমস্ত আইন ভেঙে সভা করার দায়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছেঊ তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে৷


প্রসঙ্গত, বুধবার আগরতলায় করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির আদ্যশ্রাদ্ধ করেছে সিপিএম৷ ১৬ দফা দাবি আদায়ের নামে হাজার হাজার মানুষকে অনিশ্চিত ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ত্রিপুরায় প্রধান বিরোধী দলঊ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে গান্ধিঘাটে কয়েকশো মানুষ জড়ো করে দীর্ঘক্ষণ ভাষণ দিয়েছেন৷ তাতে করোনার বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা ভুল হবে না৷ পুলিশ গতকাল রীতিমতো সিপিএমের অন্যায় আবদারের কাছে আত্মসমর্পণ করেছে বলে মনে করা হচ্ছে৷ বিরোধী দলনেতা সহ কয়েকজনকে গ্রেফতার করার কয়েক মুহূর্তের মধ্যেই জনরোষের মুখে পড়ে সকলকে ছেড়ে দিয়েছিল পুলিশ৷ ফলে, মানিক সরকার ও সিপিএম নেতারা মুক্তি পেয়ে পুলিশের গাড়ি থেকে নেমে বীরদর্পে আস্তানায় ফিরে গেছেন৷


তবে আজ পশ্চিম আগরতলা থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, করোনা-প্রকোপের মধ্যে কোনও ধরনের সভা-সমাবেশ করায় নিষেধাজ্ঞা রয়েছে, তা গত মঙ্গলবার চিঠি দিয়ে সিপিএম পার্টিকে জানানো হয়েছে৷ তারপরও গতকাল তাঁরা সভা করেছেন৷ অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বিরোধী দলনেতা ভাষণ দিয়েছেন৷ তাই বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী উপনেতা বাদল চৌধুরী, পবিত্র কর, মানিক দে, শঙ্করপ্রসাদ দত্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে৷ পুলিশ সুপারের কথায়, গতকাল আগরতলায় সিপিএম পার্টির নেতৃবৃন্দ এপিডেমিক ডিসিজ অ্যাক্ট এবং ত্রিপুরা পুলিশ অ্যাক্ট লঙ্ঘন করেছেন৷