আগরতলা, ২৭ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরার কুইন আনারসের সুখ্যাতি শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে৷ এখন ত্রিপুরার বিখ্যাত কাঁঠাল ও লেবু সারা দেশে, এমন-কি বিদেশেও পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকাব৷ তাই নিরাম্যাক-কে আগামী সাতদিনের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বাজার দখলের পরিকল্পনা সংক্রান্ত প্রস্তাব দিতে বলেছে ডোনার মন্ত্রক৷
এ-বিষয়ে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন সংক্রান্ত মন্ত্রকের (ডোনার) স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড় জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের কোভিড-১৯ পরবর্তী অর্থনীতিতে উত্তর-পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ নর্থ ইস্টার্ন রিজিওনাল অ্যাগ্রিকালচার মার্কেটিং কপর্োরেশন লিমিটেডের (নিরাম্যাক) আধিকারিক এবং কৃষক গোষ্ঠীর সঙ্গে আলোচনাকালে ড. জিতেন্দ্র সিং বলেন, দেশের একাধিক বাণিজ্য প্রতিষ্ঠান উত্তর-পূর্বাঞ্চলের বিস্তৃত কৃষি ও খামারজাত সামগ্রী উৎপাদনের বিষয়ে উৎসাহী৷ এই সুযোগ হাতছাড়া করা যাবে না৷ তিনি বলেন, এই অঞ্চলে ফলের নির্যাস এবং রসের একাধিক শিল্প গঠনের লোভনীয় প্রস্তাব আসছে৷ এই প্রস্তাবগুলি দ্রুত রূপায়ণ করতে হবে৷ড. জিতেন্দ্র সিং নিরাম্যাক-কে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ কোভিড পরবর্তীকালে এই অঞ্চলের অনন্য উৎপাদন, দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি৷ আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি৷
ড. সিং বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে কৃষকদের পাশে দাঁড়ালে তা নিরাম্যাক, কৃষক গোষ্ঠী, উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের ক্ষেত্রেই উৎসাহব্যাঞ্জক হবে৷ প্রত্যেক স্তর থেকেই যখন উত্তর-পূর্বাঞ্চলের কৃষিক্ষেত্রের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন কোভিড পরবর্তী ভারতের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চিতভাবে সাহায্য করবে৷
তিনি বলেন, এই অঞ্চলের তাজা ও ভিন্নধরনের ফলের প্রাচুর্য এবং অন্যান্য অনন্য কৃষিজাত সামগ্রী যেমন কালো চাল ইত্যাদি যদি নিরাম্যাক তুলে ধরে তা হলে এই অঞ্চলের কৃষকদের আয় বৃদ্ধি পাবে৷ পাশাপাশি তিনি লকডাউনের সময় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নিরাম্যাক-এর ভূমিকার প্রশংসা করেন৷ একই সঙ্গে তিনি তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন৷ ২০১৮-১৯ অর্থবর্ষে নিরাম্যাক-এর ২ কোটি টাকার টার্নওভার থেকে ২০১৯-২০ অর্থবর্ষে টার্নওভার ২০ কোটি টাকায় উন্নীত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন৷ আগামী ৫ বছরে ২০০ কোটি টাকার লেনদেনের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান তিনি৷
নিরাম্যাক-এর আগরতলায় আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল ভট্টাচার্য বলেন, ত্রিপুরার আনারসের সুখ্যাতি ইতিমধ্যেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে৷ এখন কাঁঠাল ও লেবু সারা দেশে বিক্রির ব্যবস্থা করার পরিকল্পনা নিতে হবে৷ দেশের বাজার দখলে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ মিলেছে৷ সে মোতাবেক সাতদিনের মধ্যে প্রস্তাব তৈরি করে পাঠানো হবে৷