মুম্বই, ২৭ আগস্ট (হি. স.): সোনিয়া গান্ধী বর্তমানে দলের হাল ধরলেও কংগ্রেসের শীর্ষ পদে রাহুল গান্ধীকে দেখতে চায় জোট শরিক শিবসেনা। বৃহস্পতিবার এ বিষয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া উচিত রাহুল গান্ধীর। দেশজুড়ে শক্তিশালী বিরোধী দলের একান্ত প্রয়োজন। কংগ্রেসকে সেই ভূমিকায় সর্বস্ব দিয়ে ঝাঁপাতে হবে।
বৃহস্পতিবার সঞ্জয় রাউত জানিয়েছেন, কংগ্রেস দলে গান্ধী পরিবার ছাড়া নেতৃত্ব দেওয়ার মতন যোগ্য নেতা আর কেউ নেই। বর্তমানে দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর বয়স ৭০ বেশি। ফলে বিজেপি দলের মতন তার উচিত কংগ্রেসের উপদেষ্টা হিসেবে থেকে যাওয়া। সাধারণ সম্পাদিকা পদে প্রিয়াঙ্কা গান্ধী বডরা থাকলেও তিনি পুরো সময়টা দলকে দিতে পারছেন না। ফলে রাহুল গান্ধী ছাড়া কংগ্রেসের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নেই।
মহারাষ্ট্রে এনসিপি কংগ্রেস এবং শিবসেনা সম্মিলিতভাবে যে সরকার চালাচ্ছে সেখানে কোন মতভিন্নতা নেই। রাজ্যের বিরোধী দলগুলি বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কাজ করে যাচ্ছে। তিনটি দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে সমন্বয় বজায় রেখে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।