নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.): বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নেশনাল ক্যাডেট করপস এনসিসির প্রশিক্ষণের জন্য মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোটা দেশজুড়ে এনসিসি ক্যাডেটদের এই অ্যাপ প্রশিক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
করোনা মহামারীর জেরে এনসিসির প্রশিক্ষণ এবং শিবিরগুলির আয়োজন করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে করে স্কুল এবং কলেজ খুলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ক্যাডেটদের প্রশিক্ষণের যাতে কোনো রকমের বাঁধা না আসে সেই জন্য এই অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক সূচনা করা হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অ্যাপ্লিকেশন উদ্বোধন অনুষ্ঠানে এনসিসি ক্যাডেটদের সঙ্গে কথাও বলেন। এই অ্যাপ্লিকেশনের উপকারিতা সম্পর্কে সকল ক্যাডেটদের অবগত করান তিনি।পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পরামর্শের সুরে বলেন যে, আত্মবিশ্বাস এবং সুদৃঢ় মনোবল নিয়ে গিয়ে চললে জীবনে সাফল্য পাওয়া যায়। করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ারিওরদের দেশজুড়ে সহায়তা করার জন্য এক লক্ষ এনসিসি ক্যাডেটের প্রশংসা করেন রাজনাথ সিং।
এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, একতা, শৃঙ্খলাপরায়ন, দেশকে সেবা করার ইচ্ছা এনসিসি থেকেই পাওয়া যায়। ফলে এনসিসির বহু প্রাক্তন ক্যাডেট পরবর্তী সময়ে মহান ব্যক্তিত্ব পরিণত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রয়াত তৈয়ার মার্শাল অর্জন সিং, শুটার অঞ্জলি ভাগবত, প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।