BRAKING NEWS

করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি. স.): গোটা ভারতে বেড়ে চলা করোনা আক্রান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সদিচ্ছার সঙ্গে সরকারের উচিত ছিল ভ্যাকসিন জনগণের কাছে সরবরাহ করা। কিন্তু এখনও ভ্যাকসিন তৈরীর কাজ অসম্পূর্ণ। সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতা বড়ই চিন্তার বলে দাবি করেছেন রাহুল।


বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ভ্যাকসিন তৈরি করে জনগণের মধ্যে বিতরণ করে দেওয়ার সন্তোষজনক রণনীতি তৈরি করা উচিত ছিল। কিন্তু ভ্যাকসিন উদ্ভাবন নিয়ে এখনও কোনও হেলদোল নেই। ভারত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতা চিন্তার বিষয়। এদিনের টুইট বার্তায় নিজের পুরোনো একটি টুইট এর উল্লেখ করে রাহুল গান্ধী লিখেছেন, ভারত করোনা ভ্যাকসিন উৎপাদনকারী অন্যতম রাষ্ট্র হবে। এই ভ্যাকসিন যাতে সহজলভ্য হয় এবং সাধারণ মানুষের কাছে বিতরণ করা যায় সেই দিকে নজর দিতে হবে। ভারত সরকারের উচিত এই বিষয়ে কাজ করা।


উল্লেখ করা যেতে পারে, ভারতে একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বর্তমানে তিন ধরনের ভ্যাকসিনের ট্রায়াল গোটা দেশে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *