অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ কোভিড-১৯ পজিটিভ, শীঘ্র আরোগ্য কামনা সর্বানন্দ ও হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ২৬ আগস্ট (হি. স.) : কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা প্রায় বছর ৯০-এর তরুণ গগৈয়ের শরীরে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের টুইটার হ্যান্ডেল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছেন খোদ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী  গগৈ। টুইটে তিনি লিখেছন, ‘গতকাল আমার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যে বা যাঁরা এসেছে তাঁদের শীঘ্র করোনার পরীক্ষা করা উচিত।’ তবে এই মুহূর্তে তাঁর শরীরে জ্বরের উপসর্গ নেই। তাই ডাক্তারদের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈয়ের শীঘ্র আরোগ্য কামনা করেছেন। তাঁর টুইটে তিনি এই কামনা করে শীর্ষ নেতার সর্বোৎকৃষ্ট চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তার নিয়োগের কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত গত চারদিন ধরে জ্বরের উপসর্গে ভুগছিলেন তরুণ। এই কষ়দিন অবশ্য কোনও দলীয় কার্যসূচি বা সভায় অংশগ্ৰহণ করতে পারেননি। এর আগে কয়েকদিন আসন্ন ২০২১ সালে অনুষ্ঠেয় রাজ্য বিধানসভা নিৰ্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাক সফর করেছেন। সেই সময়কালে কোনও করোনা ভাইরাসে সংক্ৰমিত ব্যক্তির সংস্পৰ্শে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। অতি সম্প্রতি দলীয় নেত্রী তথা বিধায়ক অজন্তা নেওগের সঙ্গেও বৈঠক করেছেন। গতকাল অজন্তা নেওগের দেহে কোভিড-১৯-এর ফলাফল পজিটিভ আসায় তরুণ গগৈ সন্দেহবশত টেস্ট করিয়েছিলেন। ওই টেস্টের রেজাল্ট রাতে আসে পজিটিভ। তবে তরুণ গগৈয়ের কোভিড পজিটিভ আসলেও তাঁর পত্নী ডলি গগৈয়ের ফলাফল নেগেটিভ এসেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল মঙ্গলবার গোলাঘাটের বিধায়ক তথা প্ৰাক্তন মন্ত্ৰী কংগ্রেসের অজন্তা নেওগ এবং পশ্চিম গুয়াহাটির বিধায়ক তথা রাজ্যের শরিকদল অগপর রমেন্দ্ৰ নারায়ণ কলিতার শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছিল। তাঁদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।