BRAKING NEWS

কোভিড কেয়ার সেন্টারে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শনের বই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আগ্রহে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোভিড কেয়ার সেন্টারে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শন ও ভাবধারার উপর লেখা বই দেওয়া হচ্ছে৷ স্বামীজির ভাবধারা ও তাঁর জীবনাদর্শ নিয়ে যে বইগুলি দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম হল ’ভারতের পুনর্গঠন’, ’ব্যক্তিত্বের বিকাশ’, ’এস মানুষ হও’, ’জাগো বীর’, ’ওঠ জাগো এগিয়ে চল’, ’স্বামীজির উপদেশ’, ’স্বামীজি ও তার বাণী’, ’বিবেকানন্দ ও যুবসমাজ’, ’মাই ইণ্ডিয়া- দি ইণ্ডিয়া ইটারন্যাল’৷


আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আনুষ্ঠানিকভাবে জিবিপি হাসপাতাল ও ড. বি আর আম্বেবদকর হাসপাতালের সুুপারের হাতে স্বামীজির ভাবধারার উপর লেখা মোট ২২টি বইয়ের কিছুসংখ্যক কপি তুলে দেন৷ এই বইগুলি এজিএমসি কোভিড কেয়ার সেন্টার ও হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টারে রাখা হবে৷ যাতে সেখানকার করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীরা এই বইগুলি পড়ার সুুযোগ পান৷ রাজ্যের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাতে কোন ধরণের মানসিক অবসাদ না আসে সেই লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে৷


স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষের হাতে বইগুলি তুলে দেওয়ার সময় অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, সংশ্লিষ্ট দুই হাসপাতালের মেডিক্যাল সুুপার উপস্থিত ছিলেন৷ তথ্য ও সংস্ক’তি দপ্তর থেকে পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারের জন্য এ ধরণের বই সরবরাহ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *