BRAKING NEWS

দেশের অর্থব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি. স.): দেশের অর্থব্যবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আর্থিক ক্ষেত্রে দেশের বিপদ নিয়ে গত একমাস ধরে তিনি যে সতর্কবাণী দিয়ে আসছিলেন তা বর্তমানে মেনে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে দাবি করেছেন রাহুল। আক্ষেপের সুরে রাহুল এও জানিয়েছেন যে সতর্ক করা সত্ত্বেও দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্র উদাসীন। তার দাবি সংবাদমাধ্যমকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে গরিবের কোন উপকার হবে না এবং দেশের অর্থনীতিও ভালো জায়গায় ফিরবে না। দেশকে বেহাল আর্থিক দশা থেকে পুনরুদ্ধার করতে হলে শক্ত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

বুধবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ” দেশের অর্থব্যবস্থা নিয়ে একাধিকবার কেন্দ্রকে সতর্ক করেছি।আমার সতর্কবাণী যে ঠিক ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেনে নিয়েছে। নিজের টুইট বার্তা সঙ্গে একটি রিপোর্ট পেশ করেন রাহুল গান্ধী। তার মতে এটি আরবিআই-এর রিপোর্ট। এই রিপোর্টে দাবি করা হয়েছে করপোরেট ট্রাক্সে সরকারি হস্তক্ষেপে কাটছাঁটের ফলে বিনিয়োগ নতুন করে উৎসাহিত হচ্ছে না। মানুষের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের অর্থব্যবস্থাকে পুনরুদ্ধার করা একান্ত প্রয়োজন। রাহুল গান্ধী নিচের টুইট বার্তায় আরো দাবি করেছেন এমন পরিস্থিতিতে গরিবদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়া দরকার।তাদের ঘাড়ে অযথা ঋণের বোঝা চাপানো উচিত নয়।উদ্যোগপতিদের ঋণ মুকুব করাটা উচিত নয়। ক্রয় ক্ষমতা একান্ত ভাবে বাড়ানো প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *