BRAKING NEWS

পঞ্জাবে ২৩ জন বিধায়ক ও মন্ত্রী করোনায় আক্রান্ত, শঙ্কিত মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

চণ্ডিগড়, ২৬ আগস্ট (হি. স.) : পঞ্জাবে এখনও পর্যন্ত ২৩ জন বিধায়ক ও মন্ত্রী করোনায় আক্রান্ত। যা নিয়ে অত্যন্ত শঙ্কিত ওই রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং । বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী একথা জানান।

এদিন সোনিয়া গান্ধির আহ্বানে যে বৈঠক হয়েছে বিরোধী মুখ্যমন্ত্রীদের। সেই বৈঠকেই একথা জানান ক্যাপ্টেন সিং। তিনি জানান, করোনা যেভাবে সারা দেশকে গ্রাস করছে, তা অত্যন্ত চিন্তার বিষয়। এই রাজ্যেই এই অবস্থা। সেই কারণেই এখন দেশজুড়ে নিট পরীক্ষা বাতিল করাই উচিত। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে বাধ্য।

এদিনের এই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জি এবং নেটকে স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের জন্য অন্য বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে আবেদন করেছেন। তিনিও এরপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অতুল নন্দকে এই নিয়ে সবদিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করতে বলেছেন। অমরিন্দর সিং এই বৈঠকে অন্য সব মুখ্যমন্ত্রীদের সুরে সুর মিলিয়ে বলেন, ‘আসুন আমরা সবাই একত্রে সুপ্রিম কোর্টের পরীক্ষা স্থগিতের জন্য এগিয়ে যাই, তা না হলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাবে।’  প্রসঙ্গত, বর্তমানে পঞ্জাবে করোনা সক্রিয় ১৪ হাজারের বেশি ব্যক্তি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯,১০০ জন ব্যক্তি। করোনায় মারা গিয়েছেন ১,১৭৮ জন। অর্থাৎ সব মিলিয়ে পঞ্জাবে প্রায় ৪৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এত কম সংখ্যায় এতজন মন্ত্রী ও বিধায়ক আক্রান্ত হয়েছেন। সেখানে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যের কী হাল তা মোটের উপর স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *