নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ রেগার ন্যায্য মজুরির টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার ধলাই জেলার আমবাসার জগন্নাথ বাড়িতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেন শ্রমিকরা৷ শ্রমিকদের অভিযোগ কাজ করার পরও তাদের ন্যায্য মজুরি টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না৷ রেগামাস্টার নাকি জানিয়েছেন তারা যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমান কাজ হচ্ছে না ,সে কারণেই নাকি তাদের মজুরি টাকা মিটিয়ে দেওয়া সম্ভব নয়৷
শ্রমিকদের সঙ্গে এ ধরনের কার্যকলাপে ক্ষুব্দ শ্রমিকরা৷ এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ন্যায্য মজুরি টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার শ্রমিকরা ধলাই জেলার আম বাসার জগন্নাথপুরে আমবাসা গন্ডাছড়া পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে রাস্তার দু’’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরমে আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ অবরোধ স্থলে ছুটে যান৷ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷এই সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়৷ প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পরই তারা পথ অবরোধ আপাতত প্রত্যাহার করে নেন৷অবিলম্বে শ্রমিকদের মজুরি টাকা মিটিয়ে না দিলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷