BRAKING NEWS

মহারাষ্ট্রে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে পাঁচ, খোঁজ নেই কমপক্ষে ১৫ জনের

রায়গড় (মহারাষ্ট্র), ২৫ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় পাঁচ-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার হয়েছে আরও তিনটি দেহ, সবমিলিয়ে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে মোট পাঁচটি দেহ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ বছরের একটি বালককে। এছাড়াও কমপক্ষে ১৫ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। সোমবার সন্ধ্যা ৬.৫০ মিনিট নাগাদ রায়গড় জেলার মাহাদ তালুকার অন্তর্গত কাজলপুরা এলাকায় অবস্থিত একটি পাঁচ-তলা বহুতল তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অসংখ্য মানুষ।

সোমবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানোর পর একজনের দেহ উদ্ধার করা হয় এবং কমপক্ষে ৬০ জনকে উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি তাতকারে এবং একনাথ শিন্ডে। মন্ত্রী অদিতি জানান, কমপক্ষে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে বহুতল ভেঙে পড়ল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পরে রায়গড়ের জেলাশাসক নিধী চৌধুরী জানিয়েছেন, বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এখনও নিখোঁজ কমপক্ষে ১৮ জন। চলতে থাকে উদ্ধারকাজ। দুপুরের পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছেন, রায়গড়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং দু’জন মহিলা। এদিনই ৪ বছরের একটি বালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুতল ভেঙে পড়ার ঘটনায় ও প্রাণহানির ঘটনায় ব্যাথিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রত্যেকেই।বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রায়গড় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *