নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন প্রাক্তন আইপিএস আন্নামালাই কুপ্পুস্বামী। মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে বিজেপির সাধারণ সম্পাদক পি মুরলীধর রাও এবং তামিলনাড়ু বিজেপির সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার আন্নামালাই কুপ্পুস্বামী।
তামিলনাড়ুর বাসিন্দা কুপ্পুস্বামী প্রায় ১০ বছর কর্ণাটকে কাটিয়েছেন। ২০১৯ সালে পুলিশ সার্ভিস থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পুলিশ সার্ভিস ছাড়াও, প্রায় এক বছর পর ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তামিলনাড়ু রাজনীতিতে যোগ দেবেন এবং ২০২১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।