নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি. স.): দলের হাল কে ধরবে, তা নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাদের মধ্যে মতভেদ প্রকাশ্যে চলে এল। সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাহুল গান্ধীর করা মন্তব্য, “বিজেপির সঙ্গে চক্রান্ত করে” নিয়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। রাহুলের এমন অপরিণত মন্তব্যে দলের বর্ষীয়ান নেতারা ক্ষুদ্ধ হয়েছেন। কপিল সিব্বল এবং গুলাম নবি আজাদের মতন বর্ষীয়ান নেতারা বৈঠকে নিজেদের উষ্মা প্রকাশ করেন।
এই দুই নেতা বৈঠকে বলেন, দলের জন্য সবকিছু দেওয়ার পর এমন ধরনের অপমান গ্রহণযোগ্য নয়। সোমবার কপিল সিব্বল নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘বিজেপির সঙ্গে চক্রান্তের অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।অথচ রাজস্থান হাইকোর্টে দলের জন্য সাফল্য এনে দিয়েছি। মণিপুরে বিজেপির বিরুদ্ধে পুরো শক্তি দিয়ে দলের হয়ে লড়েছি।বিগত ৩০ বছরে বিজেপির পক্ষে কোন মন্তব্য করিনি। অথচ এখন অভিযোগের আঙুল তোলা হচ্ছে।
গুলাম নবি আজাদ জানিয়েছেন যে, যদি রাহুল গান্ধীর এমন অভিযোগ সত্যি হয় তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আসলে কংগ্রেসের একদল বর্ষীয়ান নেতা সোনিয়া গান্ধীকে একটি চিঠি দিয়েছিল। চিঠি দলের বর্ষীয়ান একাংশের নেতারা লিখেছিল। ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে চিঠিটি প্রকাশ্যে চলে আসে। সেই চিঠি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাহুল। বিষয়টাকে তিনি ভাল নজরে দেখেননি।রাহুলের মতে সোনিয়া গান্ধীর স্বেচ্ছায় দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়নি।রাজস্থান এবং মধ্যপ্রদেশ দল যখন বিজেপির বিরুদ্ধে লড়ছে।এমনকি সোনিয়া নিজে যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন এমন ধরনের চিঠি কাম্য নয় বলে দাবি করেছেন রাহুল।