BRAKING NEWS

মহারাষ্ট্রে বহুতল ধসে জখম ৩০, ধ্বংসস্তূপে আটকে অন্তত ২০০ জন

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রে আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা বহুতল । সোমবার রায়গড় জেলার মহড় শহরে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে ৭০ জনের বেশি চাপা পড়ে আছে বলে আশংকা। অন্তত ৩০ জনকে উদ্ধার করা গিয়েছে জখম অবস্থায়। মৃত্যুর খবর না মিললেও, আশঙ্কা ক্রমেই বাড়ছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায়  আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়।বাসিন্দাদের তীব্র আর্তনাদ শোনা যায় বলেই জানিয়েছেন স্থানিয়রা । ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দলও। ধ্বংসাবশেষ  সরিয়ে উদ্ধারকাজ শুরু করে দেয় তারা। জানা গেছে, মোট ৪৫টি ফ্ল্যাট ছিল ওই বহুতলে। গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এখনও  ধ্বংসাবশেষের নীচে তাপা পড়ে রয়েছেন কমপক্ষে ২০০ জন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। লাগাতার বৃষ্টিতে এমনিই বিপর্যস্ত মহারাষ্ট্র। সেই কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *