মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): গত কয়েক দিনের ধারা অব্যাহত রেখে সোমবারও সোনার দামে পতন দেখা দিল। এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ দর ০.৩% পড়ার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫১,৮৬৫ টাকা। এই নিয়ে গত চার দিনে প্রতি ১০ গ্রামে প্রায় ১,৭০০ টাকা পড়ল সোনার দাম।
পাশাপাশি, এ দিন সেপ্টেম্বর সিলভার ফিউচার্স-এ প্রায় ১% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায়েছে ৬৬,৪২৬ টাকা। গত দিনও সূচকে ০.৩% পতনন হয়েছিল সোনার দামে এবং এক শতাংশ পড়ে রুপোর দাম। গত মাসের তুলনায় প্রতি ১০ গ্রামে সোনার দামে পতন হয়েছে ৪,৩০০ টাকার বেশি।
আন্তর্জাতিক বাজারেও এ দিন ডলারের দাম স্থিতিশীল হওয়ার প্রভাবে সোনার দাম বেশ কিছুটা পড়েছে। সেই সঙ্গে আমেরিকার ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণে কী কী সূত্র উঠে আসে, সে দিকেও নজর রয়েছে লগ্নিকারীদের, যার জের দেখা গিয়েছে বাজারে।
এ দিন স্পট গোল্ড সূচকে ০.৩% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৩.৩৭ ডলার এবং ইউএস গোল্ড সূচকে ০.৪% দর কমায় সোনার দাম প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১,৯১০.১০ ডলার।
এরই সঙ্গে তাল রেখে সূচকে রুপোর দর ০.৬% পড়ার ফলে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ২৬.৫৪ ডলার।