BRAKING NEWS

মুখ্যমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই, বলেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : মুখ্যমন্ত্রী হওয়ার কোনও উচ্চাকাঙ্ক্ষা তাঁর নেই। যেমন আছেন, তাতেই ঠিক আছেন, বলেছেন সুপ্রিমকোর্টের প্ৰাক্তন প্রধান বিচারপতি তথা রাজ্যসভার মনোনীত সাংসদ রঞ্জন গগৈ। অতি সম্প্রতি গুয়াহাটিতে তাঁর সরকারি বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাঁর খুড়তুতো ভাইকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, আসন্ন ২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন সাংসদ রঞ্জন গগৈ।  

তরুণ গগৈয়ের এই মন্তব্য সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলে দেশের প্ৰাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আসন্ন অসম বিধানসভা নিৰ্বাচনে বিজেপির মুখ্যমন্ত্ৰী পদপ্ৰাৰ্থী হওয়ার তথ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা কোথায় পেয়েছেন তিনি জানেন না। তবে এটা তাঁর (তরুণ গগৈ) নিতান্তই মনগড়া, অপপ্রচার এবং জনতাকে বিভ্রান্ত করার অপপ্রয়াস বলে মনে করেন সা্ংসদ রঞ্জন গগৈ। তিনি পরিষ্কার বলেছেন, “আমি রাজনীতিবিদ নই বা হতেও চাই না। তেমন কোনও উচ্চাকাঙ্ক্ষা বা উদ্দেশ্য নেই। কেউ আমাকে এ ধরনের কোনও প্রস্তাবও দেয়নি বা সম্ভাবনার কথাও জানায়নি।”

রঞ্জন গগৈ বলেন, রাজ্যসভার মনোনীত সদস্য আর কোনও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কিন্তু দুৰ্ভাগ্য এটাই, কিছু সংখ্যক মানুষ এই বিষয়টি জানেও না এবং বোঝারও চেষ্টা করে না, বলেন সাংসদ গগৈ।

প্রসঙ্গত, দুদিন আগে গুয়াহাটিতে রঞ্জন গগৈ সম্পৰ্কে মন্তব্য করতে গিয়ে তরুণ গগৈ বলেছিলেন, একজন প্ৰাক্তন প্রধান বিচারপতি যদি রাজ্যসভায় যেতে পারেন তা হলে বিজেপি-র পকবৰ্তী মুখ্যমন্ত্ৰী পদপ্ৰাৰ্থী হিসেবে তিনি নিশ্চয় সম্মত হবেন। তাঁর নিশ্চয় রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। এজন্যই তো তিনি রাজ্যসভার সদস্য পদে মনোনয়ন গ্ৰহণ করেছেন, বলেছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

এদিকে, ইতিমধ্যে অসমের প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিতকুমার দাসও কংগ্রেসের প্রবীণ নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলে নাকচ করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *