নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুমুখী প্রতিভার স্বাক্ষরের সাক্ষী গোটা দেশ থেকেছে একাধিকবার।প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে সুবক্তা মতন গুণে মুগ্ধ হয়েছে দেশবাসী। এবার প্রধানমন্ত্রী ময়ূরের প্রতি ভালোবাসার নিদর্শন দেখা গেল সামাজিক মাধ্যমে। রবিবাসরীয় সকালে নিজের টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দেখা যাচ্ছে যে তিনি ময়ূরকে দানা খাওয়াচ্ছেন।
এক মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে বাঁশি এবং সেতার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজেছে। ময়ূরের সঙ্গে হাঁটা এবং ময়ূরের পুচ্ছ উন্মোচিত করে যখন নেচে ওঠে তা দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী। নিজেরে এই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, স্তব্ধতার মাঝেও ভোর এল।মন ময়ূরময়।রঙে বিভোর প্রকৃতি
শ্যাম বাঁশি বাজিয়ে যায়।
উল্লেখ করা যেতে পারে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অক্ষয় কুমারকে দেওয়া এক অরাজনৈতিক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর আম প্রীতির কথা গোটা দেশবাসী জানতে পেরেছিল।