BRAKING NEWS

খাসিয়ামঙ্গল ধর্ষণকান্ডে পলাতক আসামীকে গ্রেপ্তারের দাবী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ আগস্ট৷৷ তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলে গণধর্ষণের ঘটনায় মূল ২ অভিযুক্তকে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ৷ ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছে৷এখনো ধর্ষণের ঘটনায় জড়িত ৪ জন বর্তমানে জেলহাজতে রয়েছে৷অপরাধে অভিযুক্ত কে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷এই গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷এদিকে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শনিবার তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল এলাকা সফর করেছেন৷

সফরকালে ধর্ষিতার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত খোঁজখবর নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন৷কমিশনের চেয়ারপার্সন তেলিয়ামুড়া থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন৷ পলাতক দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছে আহ্বান জানানো হয়েছে৷এধরনের পাশবিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকেও শিশু সুরক্ষা কমিশনের কাছে দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *