নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে জনগণ এবং যান চলাচলের গতিবিধির ওপর কোন রকমের নিষেধাজ্ঞা জারি করতে পারবে না সংশ্লিষ্ট রাজ্য সরকার।এমনটা করলে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা লংঘন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এই প্রসঙ্গে, সবকটি রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যান চলাচল এবং জনগণের গতিবিধির নিয়ন্ত্রণ করার ফলে সাপ্লাই চেইনের উপর প্রভাব পড়ছে। যার ফলে আর্থিক গতিবিধি এবং রোজগারের ওপরে নেতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রে তরফের জারি করা আনলক তিন বিধির পাঁচ নম্বর প্যারাগ্রাফে যে নির্দেশিকা রয়েছে তা মেনে চলার কথা বলা হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্য যান চলাচল পণ্য সরবরাহ এবং জনগণের যাতায়াতের ক্ষেত্রে কোনও রকমের পারমিশনের প্রয়োজন নেই।