BRAKING NEWS

নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) :নয়া নির্বাচন কমিশনের পদে বহাল হচ্ছেন রাজীব কুমার । অশোক লাভাসার পরিবর্তে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন  প্রাক্তন কেন্দ্রীয় অর্থসচিব রাজীব কুমার। কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ আগস্ট নিজের দায়িত্ব ছাড়বেন লাভাসা। ওই এদিনই দায়িত্ব নেবেন প্রাক্তন অর্থসচিব।

নির্ধারিত মেয়াদকাল শেষ হবার পূর্বেই মঙ্গলবার ইস্তফা দিয়েছিলেন অশোক লাভাসা। বর্তমান সময়ে মেয়াদের শেষ দিন নির্ধারিত হয়েছে আগামী ৩১ শে আগস্ট। এই ৩১ শে আগস্টই এসিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রসিডেন্ট হিসাবে যোগ দেবেন তিনি। দিবাকর গুপ্তার জায়গায় আসিন হচ্ছেন অশোক লাভাসা। আবার ওই একইদিনে অশোক লাভাসার ইস্তফা দেওয়া জায়গায় নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন ১৯৮৪ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার রাজীব কুমার। এই নব নিযুক্ত নির্বাচন কমিশন রাজীব কুমারের মেয়াদ কাল থাকছে ২০২৫ সাল অবধি। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারেন তিনি।

উল্লেখ্য, ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করে মাত্র ৪ টি নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে রাজীব কুমারের। তবে বর্তমানে ২০২৩ সালের ২৮ শে এপ্রিল অবধি পাবলিক এন্টাপ্রাইসেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদের অধিকারী ছিলেন তিনি। মেয়াদ কাল শেষ হবার পূর্বেই ভারতের নির্বাচন কমিশনের পদ লাভ করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *