নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): জাতীয় স্তরে শতাব্দীপ্রাচীন কংগ্রেস দলটিকে নেতৃত্ব কে দেবে। সেই বিষয় সমাধান করতে আগামী সপ্তাহে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে কংগ্রেস। দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর পক্ষে রাজনৈতিক কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যাওয়া শারীরিক ও বার্ধক্যজনিত কারণে আর সম্ভব নয়।সেই জন্য আগামী সপ্তাহে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ২২ আগস্ট অর্থাৎ আজ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল।কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পিছিয়ে আগামী সপ্তাহে করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে এক বছরেরও বেশি দলের দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। যে কোন পরিস্থিতিতে জাতীয় স্তরে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন স্থায়ী এবং শক্তিশালী নেতার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে বৈঠক আয়োজন করা হয়েছে। কোন দিন হবে তা এখনও ঠিক করা হয়নি। কংগ্রেসের এক পক্ষের মতে রাহুল গান্ধীকে সভাপতির হাল ধরতে হবে। সভাপতি মনোনীত প্রক্রিয়া দেরি হলে আগামী দিনে রাজনৈতিক ফায়দা তোলার থেকে পিছিয়ে পড়বে কংগ্রেস। কারণ সম্প্রতি রাজস্থানের যে সংকট দেখা দিয়েছিল তার সমাধান করতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। এমন পরিস্থিতি আগামী দিনে এমন সংকট দেখা দিলে জাতীয় স্তরে শক্তিশালী নেতৃত্তের একান্ত প্রয়োজন পড়বে বলে মনে করছে দলের একাংশ।