BRAKING NEWS

শিলচরের হোটেলে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী বিএসএফ অফিসার

শিলচর (অসম), ২২ আগস্ট (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরে নিউ ময়ূর হোটেলের রুমে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন বিএসএফের জনৈক অফিসার। শনিবার দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় কাছাড় পুলিশ বিএসএফের এই অফিসারের মৃতদেহ উদ্ধার করেছে। আত্মঘাতী বিএসএফ অফিসারকে ১৩১ ব্যাটালিয়নের রবি কুমার বলে শনাক্ত করা হয়েছে।

শিলচর সদর থানা সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা যুব বিএসএফ অফিসার শুক্রবার শিলচর আসেন। এখানে আসার পর কুম্ভিরগ্রাম বিমান বন্দরে রবি কুমারের কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট আসে নেগেটিভ। কুম্ভিরগ্রাম থেকে শিলচর শহরে এসে ওই বিএসএফ অফিসার নিউ ময়ূর হোটেলের ৩০৫ নম্বর কক্ষে সরকারিভাবে একান্তবাসে পাঠানো হয়। এই কক্ষেই শনিবার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেন তিনি।

এদিকে হোটেল সূত্রে জানা গিয়েছে, আজ সকালে একবার চায়ের জন্য নীচে নেমেছিলেন ওই অফিসার। তার পর সকালের খাবার দিতে গেলে তিনি রুমের ভিতর থেকে খাবেন না বলে জানান। পরবর্তীতে দুপুরের খাবার দিতে গিয়ে অনেক হাঁকাহাঁকি করা হয়। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে প্রত্যক্ষদর্শীদের চক্ষু চড়কগাছ। তারা দেখেন রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন বিএসএফ অফিসার রবি কুমার।

সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ সদর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ হোটেলে ছুটে আসে। পুলিশ সূত্রের খবর, বিএসএফ অফিসার রবি কুমারের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে লুংলেইয়ে বর্ডার পুলিশ হেড-কোয়াটার পরিদর্শনের কথা ছিল। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা, পারিবারিক কলহের জেরেই এই যুবা বিএসএফ অফিসার রবি কুমার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এদিকে আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিলচর সদর থানার পুলিশ রবি কুমারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছে। তবে জানা গিয়েছে, ময়না তদন্তের আগে আবার তাঁর দেহের কোভিড-১৯ পরীক্ষা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *