পাটনা, ২১ আগস্ট (হি.স.): বছর শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। সব কিছু ঠিকছাক চললে আগামী অক্টোবর-নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে করোনা আবহে শুরু থেকে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা আরজেডি এবার নয়া দাবি জানাল। বিহারে ব্যালট পেপারে নির্বাচনের দাবি জানিয়েছে লালুপ্রসাদ যাদবের দল।
করোনা আবহে বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে আরজেডি। যদিও এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন। রাজ্যে কীভাবে ভোট করানো যায় তা নিয়ে বিভিন্ন দলের কাছে পরামর্শ চেয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো কমিশনের কর্তাদেরও নিজেদের মতামত জানায় রাজনৈতিক দলগুলি। শুরু থেকেই আসন্ন বিধানসভা ভোট নিয়েই আপত্তি জানিয়েছিল রাষ্ট্রীয় জনতা দল।নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আরজেডির তরফেও একাধিক পরামর্শ দেওয়া হয়। বিহারে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপাতত ভোটপর্ব এড়িয়ে চলারও পরামর্শ দেন আরজেডি নেতারা।
একইসঙ্গে ইভিএমের বদলে বিহারে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছে আরজেডি। এছাড়াও নির্বাচনে অংশ নিয়ে কোনও ভোটার যদি করোনা আক্রান্ত হন, তবে তাঁকে জীবনবিমার সুবিধা দেওয়ারও দাবি জানিয়েছে রাষ্ট্রীয় জনতা দল।