ইমফল, ২১ আগস্ট (হি. স.) : সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তাই, ছাত্র-অভিভাবকের দীর্ঘদিনের দাবি এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার সেন্টার বাড়ানো হবে বলে জানিয়েছেন মণিপুরের শিক্ষামন্ত্রী থোকচোম রাধেশ্যাম। তাঁর কথায়, পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা-কেন্দ্র বৃদ্ধির বিষয়ে আশ্বস্থ করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং-এ অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজন করে। এবছর, সিবিএসই পরিচালিত স্কুল ছাড়াও মণিপুর সরকার-র পরিচালিত স্কুলেও পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে। তাতে, রাজ্যের ছাত্রছাত্রীদের এ-রাজ্যেই পরীক্ষার সুযোগ মিলবে।
তাঁর কথায়, করোনা-র প্রকোপ এবং লকডাউনের কারণে পরীক্ষা নিয়ে নানা মত সামনে এসেছে। তাই, আগামীদিনের পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার এবং অন্যান্য সুরক্ষা পদ্ধতি মেনেই আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধির আশ্বাস দিয়েছে। শিক্ষামন্ত্রী সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য ভালভাবে তৈরি হওয়ার পরামর্শ দিয়েছেন।