BRAKING NEWS

নারদকাণ্ডে ফের ইডির নোটিস মুকুল রায়কে

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) :  নারদকাণ্ডে ফের মুকুল রায়কে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট ( ইডি)। আগামী সাতদিনের মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্ট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে মুকুলবাবুকে। ইমেল মারফৎ এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

আর্থিক তছরূপ সংক্রান্ত কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার নারদকাণ্ড নিয়ে ফের নড়েচড়ে বসা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞমহল। বিজেপিতে মুকুল রায়ের ‘গুরুত্ব’ নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রশ্ন উঠেছে। জল্পনা হয়েছে তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়েও। রাজ্য বিজেপির নেতারা যে মুকুল রায়কে বিশেষ ‘আদর’ দেন না তা বেশ স্পষ্ট। দলে মুকুলের ভূমিকা বলতে, মাঝেমধ্যে দিল্লি ছুটে যাওয়া। তা ছাড়া নৈহাটি, হালিশহরের মতো একাধিক পুরসভা বিজেপির হাতে এসেও হাতছাড়া হওয়ার ঘটনায় নম্বর কমেছে তৃণমূলের এক সময়ের চাণক্যর। দিলীপ ঘোষরা মনে করেন, তৃণমূলে ছেড়ে এসে নেতারা বিজেপিতে যা পাচ্ছেন তা যথেষ্ট। তৃণমূলে কোণঠাসা ছিলেন, বিজেপিতে গুরুত্ব পেয়েছেন। কম কী!

এরই মধ্যে তিন মাসে দু’বার মুকুলকে ডাকল ইডি। এর আগে গত জুন মাসে যখন মুকুল রায়কে ডাকা হয়, তিনি লকডাউনের দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার তা সম্ভব কি না তা সময়ই বলবে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের ধারনা ইডির এই ডাক খোঁজ মুকুলবাবুকে খানিক চাপেই রাখবে রাজনৈতিকভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *