BRAKING NEWS

করোনা আক্রান্ত লালুপ্রসাদের ৯ নিরাপত্তারক্ষী

রাঁচি, ২১  আগস্ট (হি.স.):  করোনা আক্রান্ত রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত । শুক্রবার তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে কেলি ডিরেক্টরস বাংলোতে রয়েছেন ৭২ বছরের লালুপ্রসাদ যাদব।এই বাংলোরই ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত ।

কয়েক দিন আগে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ভর্তি ছিলেন লালুপ্রসাদ। তারপরেই সেখান থেকে কেলি ডিরেক্টরস বাংলোতে এনে রাখা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ নিরাপত্তারক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পুরো ঘটনার কথা জানানো হয়েছে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সুপারিন্টেন্ডেন্ট বিবেক কাশ্যপকে। তিনি জানিয়েছেন, ৯ নিরাপত্তারক্ষীকেই তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় অন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হবে। বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালুপ্রসাদের শরীর নিয়ে কোনও ঝুঁকি তাঁরা নেবেন না। পুরো ঘটনা রাঁচির জেলাশাসককে জানানো হয়েছে। আরজেডি সুপ্রিমো যাতে কোনও ভাবেই সংক্রমণের কবলে না পড়েন, সেদিকে খেয়াল রাখা হবে। তাঁর নমুনা পরীক্ষা করে দেখা হতে পারে বলেই সূত্রের খবর।

উল্লেখ্য্, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ২০১৭ সালের শেষদিক থেকে রাঁচির সেন্ট্রাল জেলে ছিলেন তিনি। সেখান থেকেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয় লালুপ্রসাদকে। কিছুদিন আগে জানা যায়, হাসপাতালে লালুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক উমেশ প্রসাদের অন্য আর এক রোগী করোনা সংক্রমিত হয়েছেন। এর পরে ওই হাসপাতালের সমস্ত স্টাফ এবং চিকিৎসকদের নমুনা পরীক্ষা করা হয়। লালুর চিকিৎসক উমেশ প্রসাদ-সহ হাসপাতালের একাধিক চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপরই কেলি ডিরেক্টরস বাংলোতে এনে রাখা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *