নয়াদিল্লি, ২০ আগস্ট (হি. স.): উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি বলে বৃহস্পতিবার জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আশা প্রকাশ করেছেন ২০২২ সালের ফেব্রুয়ারীতে হওয়া এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে সরকার গড়বে আম আদমি পার্টি। উন্নত শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মত অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনে ঝাপাবে কেজরিওয়ালের দল।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে তিনটি ওপর গুরুত্ব দেওয়া হবে।এই বিষয়গুলি হল শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। উত্তরাখণ্ডের বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে কেজরিওয়াল বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাই সে রাজ্য থেকে বহু মানুষ ভিন রাজ্যে কর্মের জন্য পাড়ি জমাচ্ছে। উত্তরাখণ্ডের সরকারি স্কুল এবং হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ। বেসরকারি সংস্থাগুলো এই ফাঁকে শোষণ চালিয়ে যাচ্ছে। উত্তরাখণ্ডের জয়লাভ করে সরকার গড়বে আম আদমি পার্টি। দিল্লি মডেলেই সেখানে সরকার চলবে। দিল্লিতে বসবাসকারী উত্তরাখণ্ডের বাসিন্দারা আম আদমি পার্টির দপ্তরে এসে ওই রাজ্যের নির্বাচন লড়াই করার জন্য অনুরোধ জানিয়ে গিয়েছে।