নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): বেশ কিছু দিন পর অবশেষে সুসংবাদ। প্রাক্তন রাষ্ট্রাপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। বৃহস্পতিবার দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। যদিও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এবং ক্লিনিক্যাল মাপকাঠি স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে।
গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণববাবু। তার জেরে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায় পর দিন সকালে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অস্ত্রোপচার হয় তাঁর। সেই সঙ্গে করোনা সংক্রমণও ধরা পড়ে। তার পর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন প্রণববাবু।