BRAKING NEWS

প্রণবের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের লক্ষণ : সেনা হাসপাতাল

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): উন্নতির পরিবর্তে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। এবার প্রণবের ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি। বুধবার দুপুরে আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁর ফুসফুসে সংক্রমণের লক্ষণ ধরা পড়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি। বিশেষজ্ঞদের একটি দল তাঁর উপর নজর রাখছেন।’’

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত, এখনও সঙ্কট-মুক্ত হলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে, বুধবারই সুখবর জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ টুইট করে জানান, “আপনাদের সকলের প্রার্থনা এবং চিকিৎসকদের পরিশ্রমের ফলে, আমার বাবা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁর গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল ও নিয়ন্ত্রণেই রয়েছে।’ অভিজিৎ টুইটারে আরও লেখেন, “বাবার শারীরিক অবস্থায় উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।” গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল থাকলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর স্বাস্থ্যের দিকে সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *