মুম্বই, ১৯ আগস্ট (হি. স.): বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত বুধবার নিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রায় ৬৬ দিন পর সুপ্রিম কোর্টের রায় থেকে স্পষ্ট প্রয়াত অভিনেতার মৃত্যুরহস্য উদঘাটন করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।আদালতের এই ঘোষণার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সুশান্ত সিং এর কয়েক কোটি অনুরাগী এবং পরিবারের লোকজন। সবার মনে আশার আলো জেগেছে যে এবার হয়তো সত্যটা সামনে আসবে।
অন্যদিকে দুর্ভোগ বেড়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। দুর্ভোগ বেড়েছে মহারাষ্ট্র সরকারেরও। এমনও আশঙ্কা করা হচ্ছে যে গ্রেফতার হতে পারে রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে যে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রিয়া চক্রবর্তীর আর্জি খারিজ করে দিয়েছে। সিবিআই এখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করবে। এই মামলায় এফআইআর আগেই দায়ের করা হয়েছে।এখন সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম মুম্বইতে যাবে। মুম্বই পুলিশ থেকে এই মামলার যাবতীয় নথিপত্র নিজেদের হেফাজতে নেবে সিবিআই। এখনো পর্যন্ত যেসব ব্যক্তিত্বদের বয়ান নথিভুক্ত করা হয়েছে সেইসব রেকর্ডসহ ফরেনসিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট নিজেদের হেফাজতে নেবে সিবিআই।
সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে থাকত সেখানেও হানা দেবে সিবিআই। সেখানে গিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করে দেখানো হবে। ওই ফ্ল্যাটের সেই সময় যারা ছিল তাদেরকে পুনরায় জেরা করা হবে। রিয়া চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য লোকেদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। রিয়া চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য লোকেদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।