ইমফল (অসম), ১৯ আগস্ট (হি.স.) : মণিপুরে নতুন ৭৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্ৰান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭৬৫।
মণিপুরে ক্রমবর্ধমান করোনায় আক্রান্তের সংখ্যা দেখে রাজ্যের সর্বস্তরের মানুষকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী নংথমবাম বীরেন সিং। নিজের টুইট আপডেটে মুখ্যমন্ত্রী করোনা রোধে সরকার গৃহীত প্ৰয়োজনীয় নিৰ্দেশনাবলি পালন করতে রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, মণিপুরে মোট করোনা ভাইরাসে আক্ৰান্তদের মধ্যে কেবলমাত্র ১,২২১ জন সিআরপিএফ-এর জওয়ান। গতকাল রাত পর্যন্ত ১,৯৫৮ সক্ৰিয় করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে ইমফলে অবস্থিত কোভিড কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে।।
সূত্রটি জানিয়েছে. গত ২৪ ঘণ্টায় ৪৯ জন পুরুষ এবং ২৪ জন মহিলাকে নিয়ে ৭৩ জন সাধারণ নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে সিআরপিএফ-এর পাঁচজন। এছাড়া রাজ্যে নতুন করে করোনায় আক্ৰান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের প্ৰয়োজনীয় কন্টেক্ট ট্ৰেসিঙে রাখা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন রোগীকে চিকিৎসার পর সুস্থ বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে জানিয়েছে সূত্রটি।