নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি. স.): পিএম কেয়ার ফান্ডের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এনডিআরএফকে দেওয়ার আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।মঙ্গলবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুটি ফান্ড পৃথক। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলায় নতুন পরিকল্পনা গ্রহণের দাবিতে আর্জি জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতকে।
এই প্রসঙ্গে সুপ্রিমকোর্ট জানিয়েছে যে ২০১৮ সালে এই সংক্রান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে নতুন করে আর পরিকল্পনা নেওয়ার কোনও প্রয়োজন নেই। সেন্টার ফর পাবলিক লিটিগেশনের তরফ থেকে আইনজীবী প্রশান্ত ভূষণ এই পিটিশন দায়ের করেছিলেন। প্রশান্ত ভূষণ এর তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী দুষ্মন্ত দুবে জানিয়েছেন, সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পিএম কেয়ার ফান্ড গড়ে তোলা হয়েছে। এর কোনও প্রকারের গুরুত্ব নেই। ফলে বিপর্যয় মোকাবিলা আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী করোনা মোকাবিলায় একটি নতুন জাতীয় পরিকল্পনা প্রস্তুত করা উচিত। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের অর্থ দিয়েই করোনা মোকাবিলা করা উচিত। স্বাস্থ্য সংকট হওয়া সত্ত্বেও এই তহবিলের টাকা সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থা গুলি ব্যবহার করতে পারছে না।
পিএম কেয়ার ফান্ড বর্তমানে সিএজি নজরদারির বাইরে। এমনকি এই ফান্ডকে তথ্য জানার অধিকার আইনের বাইরে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে পিএম কেয়ার ফান্ড এর অর্থ কি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল স্থানান্তর করা হোক। কিন্তু দেশের শীর্ষ আদালতে আর্জি খারিজ করে দিয়েছে।