কোহিমা, ১৮ আগস্ট (হি.স.) : নাগাল্যান্ডে নতুন করে ৬৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ফলে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫২০ জন।
নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এস পাংন্যু ফোম তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, নতুন আক্রান্তদের মধ্যে কোহিমায় ৪১ জন, ডিমাপুরে ২৩ জন এবং মন জেলায় ১ জন রয়েছেন। তিনি বলেন, ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।
প্রসঙ্গত, করোনা আক্রান্তের ঘটনায় নাগাল্যান্ডে ডিমাপুর শীর্ষে রয়েছে। ডিমাপুরে এখন পর্যন্ত ১,৭৯৬ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে ১,১৫৩ জন সক্রিয় করোনা আক্রান্ত। এর পরেই স্থান কোহিমার। সেখানে ৯৭৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৩৯ জন বর্তমানে সক্রিয় রয়েছেন। তেমনি মন জেলায় ২৬৪ জন করোনা আক্রান্তের মধ্যে বর্তমানে ৭২ জন সক্রিয়। করোনা সংক্রমিতের নিরিখে পেরেন জেলায় আক্রান্তের সংখ্যা মন জেলা থেকে বেশি।
প্রসঙ্গত, ৩,৫২০ জন করোনা আক্রান্তের মধ্যে বর্তমানে নাগাল্যান্ডে ১,৯৭৬ জন সক্রিয় রয়েছেন। ১,৫৩০ জন সুস্থ হয়েছেন। ৭ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এবং ৬ জন রাজ্যের বাইরে রয়েছেন।