শিলং, ১৮ আগস্ট (হি.স.) : নতুন করে মেঘালয়ে ৩৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬। তাদের মধ্যে সশস্ত্র বাহিনীর জওয়ান রয়েছেন ৩২৪ জন। মেঘালয়ে এখন পর্যন্ত ১,৪৫৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয় জন।
নতুন আক্রান্তদের মধ্যে পূর্ব খাসিপাহাড় জেলার ২৭ জন। তাঁদের মধ্যে ১১ জন বিএসএফ জওয়ান, ৭ জন সশস্ত্র বাহিনীর জওয়ান এবং ৯ জন সাধারণ নাগরিক রয়েছেন। এছাড়া, রি-ভই জেলার ৩, পিসাসিম গারোপাহাড় জেলার ৭ এবং ১ জন করে পূর্ব জয়ন্তিয়া পাহাড় এবং দক্ষিণ পশ্চিম গারোপাহাড়ে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।
মেঘালয়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন পূর্ব খাসিপাহাড় জেলায়। ওই জেলায় ৪৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বিএসএফ-এর ৮০ জন, সশস্ত্র বাহিনীর জওয়ান ৭৭ জন এবং সাধারণ নাগরিক রয়েছেন ২৮৬ জন। এছাড়া, পশ্চিম গারোপাহাড় জেলায় ১৯১ জন করোনা আক্রান্তের মধ্যে বিএসএফ ১০৫ ও সাধারণ নাগরিক ৮৬ জন এবং রি-ভই জেলায় ১০৩ জন করোনা আক্রান্তের মধ্যে সশস্ত্র বাহিনীর জওয়ান ৪৫ জন ও সাধারণ নাগরিক ৫৮ জন রয়েছেন।
এদিকে, দক্ষিণ গারোপাহাড় জেলায় ২ জন, পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় ৫ জন, উত্তর গারোপাহাড় জেলায় ৪ জন, পশ্চিম খাসিপাহাড় জেলায় ৩ জন, পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলায় ৫ জন, দক্ষিণ পশ্চিম গারোপাহাড় জেলায় ৩ জন এবং দক্ষিণ পশ্চিম খাসিপাহাড় জেলায় ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব গারোপাহাড় জেলায় এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি।