আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় সোমবার ফের করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২। এদিকে, আজ ১১৮ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৭,২২২ জন ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫,৪০৪ জন সুস্থ হয়েছেন।
করোনা-র প্রকোপ ত্রিপুরায় মারাত্মকভাবে বেড়ে চলেছে। উত্তর-পূর্বাঞ্চলে অসমের পর আক্রান্তের নিরিখে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। অবশ্য সারা দেশেই করোনা-র প্রকোপ বেড়েই চলেছে। ফলে, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে সংক্রমণের বৃদ্ধি হওয়া ব্যতিক্রমী বলে মনে হচ্ছে না।
ত্রিপুরায় সম্প্রতি মৃতের সংখ্যাও বাড়ছে। আজ যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজনের বয়স ৪০ বছর বলে জানা গেছে। সম্প্রতি, কম বয়সের মানুষও করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কারণ, তাঁরা আগে কোনও না-কোনও রোগে আক্রান্ত ছিলেন। ফলে রোগ-প্রতিরোধ ক্ষমতা তাঁদের কম হওয়ায় করোনা-র সাথে লড়াই করে জয়ী হওয়া সম্ভব হয়ে উঠছে না।