BRAKING NEWS

বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির কিছু বিভাগ পুনর্গঠিত

আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটিতে আরও কয়েকটি বিভাগের পুনর্গঠন করা হয়েছে। সোমবার পার্টির প্রদেশ সভাপতি প্রফেসর ড. মানিক সাহা পাঁচটি বিভাগে পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। ইতিপূর্বে এ ধরনের আরও চারটি বিভাগের পুর্নগঠন করা হয়েছে।

বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায় জানিয়েছেন, আজ প্রদেশ সভাপতির স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী পার্টির গুরুত্বপূর্ণ শৃঙ্খলা রক্ষাকারী বিষয়ক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে দলের তিন প্রবীণ কার্যকর্তাকে। কমিটির সদস্য / সদস্যারা হলেন প্রাক্তন সভাপতি ডা. মনোজকান্তি দেবরায়, স্বপন অধিকারী এবং প্রতিভা নাথ।

তিনি জানান, পার্টির বুদ্ধিজীবী বিভাগে আহ্বায়ক হিসেবে থাকবেন আইনজীবী সম্রাট ঘোষ এবং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহর সাহাকে। এই বিভাগের প্রভারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পার্টির প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্যকে। পার্টির ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের আহ্বায়ক হিসেবে থাকবেন আইনজীবী বিশ্বজিৎ দেব। যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা আইনজীবী ইন্দ্রজিৎ বিশ্বাস, আইনজীবী বিদ্যুৎ সূত্রধর এবং আইনজীবী অরিন্দম রায়। আগেই এই বিভাগের প্রভারী হিসেবে প্রদেশ সহ-সভাপতি ডা. অশোক সিনহার নাম ঘোষণা করা হয়েছে।

টিঙ্কুবাবু বলেন, ত্রিপুরার ক্লাব সংক্রান্ত বিষয়ক বিভাগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে গৌতম সরকার এবং অধীর দেবনাথকে। এই বিভাগের প্রভারী হিসেবে থাকবেন পার্টির রাজ্য সম্পাদক মিহির সরকার। রাজীব ঘোষ এবং পথিক দেবনাথকে পার্টির দিব্যাঙ্গ শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রাজ্য কমিটির সদস্য সজল আচার্যকে এই শাখার প্রভারী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *