BRAKING NEWS

ত্রিপুরায় মা মনসা পূজা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর এই দিনেই পূজা অনুষ্ঠিত হয়। তবে, এবছর করোনা-র প্রকোপে আড়ম্বর ছাড়াই মা মনসা-কে পূজা করা হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবছরও আগরতলায় দুর্গাবাড়িতে মনসা পূজা-র আয়োজন করা হয়েছে।

এ-বিষয়ে পুরোহিত বলেন, আজ শ্রাবণ মাসের সংক্রান্তি। আজকের দিনেই মা মনসা-র আরাধনা করা হয়। বিকেলে আরতি হবে। তারপর কালকে দশমী হওয়ার পর ঘট্ রাজবাড়িতে চলে যাবে। তাঁর কথায়, ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় রাজন্য আমল থেকেই দুর্গাবাড়িতে বিষ হরির পূজা হচ্ছে। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি।

এদিকে, ত্রিপুরায় বিভিন্ন স্থানে মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যবারের মতো জৌলস নেই। তবে মায়ের আরাধনায় কেউ কোন খামতি রাখেনি। ওই মনসা পূজা-কে ঘিরে ঘট যেদিন বসেছে সেদিন থেকে একমাস ধরে নিয়মিত পদ্মপুরাণ পাঠ হয়েছে। অন্যান্য বছর পদ্মপুরাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু, এবছর করোনা-র প্রকোপে সেই উৎসবে বাধা পড়েছে। তবে, বাড়িঘরে স্বাস্থ্যবিধি মেনে মা মনসার পূজা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *