প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত

হায়দরাবাদ, ১৭ আগস্ট (হি.স.) : জীবনযুদ্ধে হেরে গেলেন পরিচালক নিশিকান্ত কামাত। সোমবার বিকাল ৪.২৪ মিনিটে  হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পরিচালকের। মাত্র ৫০ বছর  বয়সে লিভার সিরোসিসে মৃত্যু হয় দৃশ্যম খ্যাত পরিচালকের । তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু অভিনেতা রীতেশ দেশমুখ।

লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন দৃশ্যম খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত। অতীতের সেই সমস্যাই চাগাড় দিয়ে উঠায় গত কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে।অবশেষে সোমবার থেমে গেল সব লড়াই। হায়দরাবাদের এআইজি হাসপাতালের তরফে জানানো হয় লিভার সিরোসিরের সমস্যার জেরে বিকাল ৪.২৪ মিনিটে মৃত্যু হয়েছে পরিচালক নিশিকান্ত কামাতের। ৫০ বছর বয়সী পরিচালক নিশিকান্ত কামাতের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা লাই ভরি ছবির লিড হিরো রীতেশ দেশমুখ।  তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া ।

মরাঠি ছবি ডম্বিভালি ফাস্টের সঙ্গে ২০০৫ সালে পরিচালক হিসাবে কাজ করা শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এসেছিল জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মরাঠি ছবির পুরস্কার পেয়েছিল এই ছবি। প্রায় এক দশক পর নিশিকান্ত কামাত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক দৃশ্যমের জন্য। যে সাইকোজলিক্যাল থ্রিলারে লিড রোলে দেখা মিলেছিল অজয় দেবগণ ও তাবুর। এছাড়াও ইরফান খান অভিনীত মদারি, জন আব্রাহামের ফোর্স, এবং বহুল প্রশংসিত ছবি মুম্বই মেরি জানের পরিচালক নিশিকান্ত কামাত। পরিচালকের পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা নিশিকান্ত কামাত। সাচেত আচ ঘারাত, রকি হ্যান্ডসম,ভাবেশ যোশি সুপারহিরো,ফুগে এবং জুলি-২’তে অভিনয় করেছেন নিশিকান্ত কামাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *