মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষ্যে বিশেষ ঘোষণা করল ভারতীয় রেল। রবিবার রেলমন্ত্রক জানিয়েছে গণেশ চতুর্থী উপলক্ষ্যে ১৬২টি বিশেষ ট্রেন চালানো হবে। প্যাসেঞ্জার ট্রেনগুলি এই উৎসবের ভীড় সামলাতেই চালানো হবে বলে জানানো হয়েছে। কোঙ্কন শাখায় চলবে ট্রেনগুলি। তবে যে সব যাত্রীরা এই ট্রেনগুলিতে চড়বেন, তাঁদের তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে। এক প্রেস বিবৃতির মাধ্যমে একথা জানিয়েছে রেল।
সামনেই গণেশ চতুর্থী। করোনা আতঙ্ক না কাটলেও ধীরে ধীরে প্রস্তুতি শুরু হয়েছে দেশ জুড়ে। সাজতে শুরু করেছে মহারাষ্ট্রও। প্রতি বছর এই গণেশ চতুর্থীর সময়ে লক্ষাধিক ভক্ত কোঙ্কন শাখায় যাতায়াত করেন । এবার সেই সংখ্যা কিছু কমলেও যাত্রীদের সুবিধার্থেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ওয়েস্টার্ন রেল ও সেন্ট্রাল রেলের অধীনে ট্রেনগুলি চালানো হবে। ১৬২টি ট্রেন চলবে আহমেদাবাদ/বদোদরা ও রত্নগিরি/কুদল/সাওয়ান্তওয়াড়ি রোড স্টেশনের মধ্যে। যাতে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়ানো যায়। ট্রেন নম্বর ০৯৪১৬ আহমেদাবাদ জংশন- কুদল সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলবে ১৮ ও ২৫ আগস্ট । ট্রেন নম্বর ০৯৪১৫ কুদল-আহমেদাবাদ সাপ্তাহিক স্পেশাল ট্রেন ১৯ ও ২৬ আগস্ট চলবে। এরকমই আরও ট্রেনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।