মুম্বই, ১৬ আগস্ট (হি. স.): সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি অভিনন্দন ও শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়মায়ক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। রবিবার এক টুইট বার্তায় বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, অধিনায়ক, কিংবদন্তি, অনুপ্রেরণাদায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার প্রতি অনেক শুভেচ্ছা রইল। অসাধারণ স্মৃতি দিয়ে যাওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ রইল।
উল্লেখ করা যেতে পারে, সৈয়দ কিরমানির পরে ভারতীয় ক্রিকেট যখন বিশ্বমানের উইকেট রক্ষকের অভাবে ভুগছিল। সেই অভাব মিটে যায় মহেন্দ্র সিং ধোনির অভিষেকের মধ্যে দিয়ে। অভিষেকের কয়েক বছরের মধ্যেই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং অসাধারণ ব্যাটিংয়ের জন্য নজর কেড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, একাধিকবার এশিয়া কাপের খেতাব ভারতকে এনে দিয়েছেন তিনি। ফলে তাঁর অবর্তমানে ভারতীয় ক্রিকেটে যে একটা শূন্যস্থান তৈরি হল তা বলাই বাহুল্য।