শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.):দীর্ঘ পাঁচমাস পর রবিবার ফের শুরু হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা৷ দেশ জুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে স্থগিত হয় বৈষ্ণদেবীর পুণ্য যাত্রা৷ ।শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এ বিষয়ে কয়েকটি নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে যে, ২ হাজার ভক্তই প্রতিদিন দর্শনের অনুমতি পাবেন।
শ্রী মাতা বৈষ্ণদেবী শ্রাইন বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ কুমার জানান, প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বাধিক ২ হাজার তীর্থযাত্রীরা এই সুযোগ পাবেন, এর মধ্যে ১৯০০ জন যাত্রী জম্মু ও কাশ্মীরের এবং বাকি ১০০ জন বাইরে থেকে আসার সুযোগ পাবেন। কুমার বলেছিলেন যে, পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “রেজিস্ট্রেশন উইন্ডোতে ভিড় যাতে না হয় তাই শুধুমাত্র অনলাইনে এই যাত্রার দরখাস্ত করতে হচ্ছে৷ যাত্রীদের মোবাইলে ‘আরোগ্য সেতু অ্যাপ’ ডাউনলোড করা বাধ্যতামূলক এবং মাস্কও পরতে হবে৷ প্রত্যকটি প্রবেশপথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। জম্মু ও কাশ্মীরের বাইরের যাত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আসবেন যাঁরা, তাঁদের করোনা নেই সেটা প্রমাণ করতে হবে৷ যাত্রার প্রবেশ পথে তাঁদের পরীক্ষা করা হবে। বৈষ্ণোদেবী ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যে যাত্রীরা সুস্থ থাকবেন তাঁরাই কেবলমাত্র দর্শনের অনুমতি পাবেন। প্রাথমিকভাবে যাত্রাপথে তাঁদের হেঁটেই যেতে হবে৷ যাত্রীদের সুবিধার্থে ব্যাটারি চালিত যানবাহন, রোপওয়ে ও হেলিকপ্টারের মতো সমস্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ১০ বছরের কম বয়সি শিশু, গর্ভবতী মহিলা, অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সের মানুষের জন্য এই যাত্রা বন্ধ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই নিয়ে ভাবনাচিন্তা করা হবে।