নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে তাঁর ভাষণে নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, ভারতে যখনই নারী শক্তি সুযোগ পেয়েছে, তখনই দেশের নাম উজ্জ্বল করেছে এবং দেশকে মজবুত বানিয়েছেন। ভারতে মহিলারা ভূগর্ভস্থ কয়লা খনিতে কাজ করছে, এবং যুদ্ধবিমানে করে আকাশের উচ্চতা স্পর্শ করছে। তিনি আরও বলেন, তিন তালাক বা গর্ভাবস্থায় মহিলাদের ছয় মাসের ছুটি দেওয়ার যে কোনও বিষয়ে সরকার প্রতিটি পদক্ষেপে নারীদের পাশে দাঁড়িয়েছে।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ঘণ্টাখানেকরও বেশি সময় লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, যে ৪০ কোটি জন ধন অ্যাকাউন্টের মধ্যে ২২ কোটি অ্যাকাউন্ট মহিলাদের। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় নারীদের নামে প্রচুর সংখ্যক বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। এদিন তিনি ঘোষণা করেন যে দেশের মহিলারা মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড কিনতে পারবেন। আর তাঁর এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়াতে প্রশংসার বন্যা বয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার সবসময়ই আমাদের দেশের মেয়ে ও বোনেদের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন ছিল। এবার তাই ৬,০০০ জনৌষধি কেন্দ্রের মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি মহিলার হাতে মাত্র ১ টাকার বিনিময়ে তুলে দেওয়া হবে স্যানিটারি প্যাড। এছাড়াও, দেশের তরুণীদের বিবাহের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি যারা ঠিক সময়ে বিয়ের জন্য টাকার জোগান দেবে।”