BRAKING NEWS

কাছাড়ের কুখ্যাত ডাকাত ডালই মিয়াঁর দ্বিতীয় ডাকাত-ছেলেরও মৃত্যু গণধলাইয়ে

সোনাই (অসম), ১৪ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার কুখ্যাত ডাকাত ডালই মিয়াঁর দ্বিতীয় ডাকাত-ছেলেরও মৃত্যু হয়েছে গণধলাইয়ে। আজ শুক্রবার বেলা দুটা নাগাদ কাছাড় জেলার নিয়াইরগ্রাম বাগপুর বাইপাস সড়ক সংলগ্ন বাটিলা হাওরে কুখ্যাত ডাকাত জয়নাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাপ্ত খবরে জানা গেছে, দুদিন আগে জয়নাল উদ্দিন নিয়াইরগ্রাম-বাগপুর এলাকার জনৈক চিকিৎসকের কাছে এসেছিল। কিন্তু এই চিকিৎসকের স্ত্রী ডাক্তার বাড়ি নেই বললে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ওঠে জয়নাল। গালিগালাজ করে ডাক্তারের স্ত্রীকে৷ পরে দেখে নেওয়ার হুমকিও নাকি দেয় সে। পরবর্তীতে চিকিৎসক গ্রামের মানুষকে ঘটনাটি জানিয়ে এর বিচার চান। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল নয়টা নাগাদ দেড় শতাধিক লোক বাগপুর দ্বিতীয় খণ্ডে জয়নাল উদ্দিনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। অবস্থা বেগতিক দেখে জয়নাল পালিয়ে গা ঢাকা দেয়।

কিন্তু নিকটবর্তী ভিন বস্তির মানুষ জয়নালকে  পাকড়াও করেন। উত্তেজিত মানুষজন তাকে থানায় দেওয়া হবে বলে নিয়ে আসছিলেন। কিছুদূর যাওয়ার পর আরেক দল জয়নালের ওপর হামলা করে বসে। গণধলাই দেওয়া হয় তাকে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাওয়রের মধ্যে ফেলে পালিয়ে যায় উত্তেজিত জনতার দল। বেধড়ক মারপিটে জয়নাল উদ্দিন প্রাণ হারিয়েছে বলে অনেকের ধারণা। মুহূর্তের মধ্যেই গোটা সোনাইয়ে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে জয়নালের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য গত মাস পাঁচেক আগে জয়নালের দাদা মায়াজুল হকও সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে একইভাবে গণধলাইয়ে প্রাণ হারিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *